Apan Desh | আপন দেশ

তুরাগ তীরে সাদপন্থিদের ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

তুরাগ তীরে সাদপন্থিদের ইজতেমা শুরু

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তরে আম বয়ানের মধ্য দিয়ে আলোচিত সাদ অনুসারীদের ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের পর এ আয়োজন শুরু হয়। আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই আমাদের সাথি ভাইয়েরা মাঠে প্রবেশ করেন।

মাশোয়ারা (পরামর্শ) শেষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন সকালে ইজতেমা ময়দানের পূর্ব-উত্তর কোনে টিনশেডে ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক বুদ্ধিজীবীদের উদ্দেশে আলাদা বয়ান হবে।

বয়ানের মিম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে আলাদা বয়ান হবে। একই সময়ে পশ্চিম পাশে টিনশেডে বধিরদের উদ্দেশে আলাদা বয়ান অনুষ্ঠিত হবে। 

দুপুর দেড়টায় হবে জুমার নামাজ। নামাজে ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজের পর বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ওয়াসিফুল ইসলাম (কাকরাইল)। আসরে পরে বয়ান করবেন ভারতের হাফেজ মনজুর (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।

এছাড়া মাগরিবের পর বয়ান করবেন মাওলানা জমশেদ (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
 
ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। 

এর আগে প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়। আর দ্বিতীয় পর্ব শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়