Apan Desh | আপন দেশ

দুই শিশুসন্তানকে হত্যার মারা গেলেন বাবাও

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

দুই শিশুসন্তানকে হত্যার মারা গেলেন বাবাও

ছবি: আপন দেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই কন্যাশিশুকে বিষপানে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার আতিকপুর গ্রামে।

নিহতরা হলেন- আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে আব্দুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়