Apan Desh | আপন দেশ

বাংলাদেশে ঢুকে ৫ কৃষককে পেটালো বিএসএফ 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে ঢুকে ৫ কৃষককে পেটালো বিএসএফ 

কুড়িগ্রামের বকসী সীমান্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দ বকসী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের ৯৩০ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে।

হামলায় আহত পাঁচ কৃষক হলেন, মৃত ইসরাইলের ছেলে সামছুল হক, মৃত খোকা মাহমূদের ছেলে জাবেদ আলী, মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী, মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম। আহতরা সবাই সীমান্তবর্তী কৃঞ্চনন্দ বকসী গ্রামের বাসিন্দা।

প্রতক্ষদর্শী রুবেলসহ আহত তাজুল ইসলাম ও সামছুল হক জানান, দুপুরে তারা ১০/১২ জন কৃষক সীমান্তের শূণ্য রেখার কাছাকাছি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় ৮/১০ জন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এতে কৃষকরা নিষেধ করলে বিএসএফ সদস্যরা তাদের ওপর চড়াও হয়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় তারা প্রাণ ভয়ে গ্রামের দিকে দৌঁড় দেয়।

বিএসএফ সদস্যরা তাদের পিছু নিলে গ্রামবাসী একজোট হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এদিকে সীমান্তের ওপারে দুটি পিকআপে আরও ৫০/৬০জন বিএসফ সদস্য মোতায়ন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের গ্রামবাসীরা লাটিসোটা নিয়ে সীমান্তে জড়ো হতে থাকে। 

খবর পেয়ে গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের হাবিলদার দেলবর হোসেনসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শুন্য লাইন থেকে সরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের উভয় পাশে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম সাংবাদিকদের জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। সত্যতা পেলে প্রতিবাদ জানানো হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়