Apan Desh | আপন দেশ

ডেভিল হান্টে কুড়িগ্রামে ১৬ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্টে কুড়িগ্রামে ১৬ জন গ্রেফতার

ফাইল ছবি

দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকায় কুড়িগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উদ্দেশ্যে অভিযান চালানো হয়েছে। বিশেষ এ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা  হলেন, চর রাজিবপুর উপজেলার ২নং কোদালকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আছমত আলী (৪৫), রৌমারী সরকারি কলেজের সাবেক ভিপি এবং প্রতিমন্ত্রী জাকিরের দোসর মো. সাইদুর রহমান (৪৯), রাজারহাট ২নং ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম বসুনিয়া তোতা (৫০), কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আন্দুল জব্বার খন্দকার (৭০), উলিপুর শাখা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৫২), ফুলবাড়ীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মো. বদরুল ইমাম মিলটন (৩১), ফুলবাড়ী ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সদস্য মো. মনসুর আলী (৫৪), ভূরুঙ্গামারী ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. জাহেদুল ইসলাম বতু (৪৫), ভূরুঙ্গামারী ১নং পাথরডুবি ইউনিয়ন আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫৫), নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন লিমন (২৭), নাগেশ্বরী রায়গঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. জুলহাস মিয়া (৬২), কচাকাটা কেদার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মো. জাহিদুল ইসলাম (৩০), ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামি লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহেদুল ইসলাম (৩৮), উলিপুর পান্ডুল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সুনিল কুমার শর্মা (৪৫), ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আলম (৩৫) ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৪০) সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি মো. বজলার রহমান বলেন, এ অভিযান পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়