Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে ভালবাসা দিবসে কিশোরী ধর্ষিত, যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটিতে ভালবাসা দিবসে কিশোরী ধর্ষিত, যুবক আটক

ফাইল ছবি

রাঙামাটিতে ভালবাসা দিবসের দিনে কিশোরী (১৪) ধর্ষণের ঘটনায় আবু সুফিয়ান (২৪) নামের এক যুবক-কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

পুলিশ ও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, জেলা শহরের ৭নং ওয়ার্ডস্থ শান্তি নগরের বাসিন্দা পেশায় ফার্নিচার মিস্ত্রি আবু সুফিয়ান তার মাকে নিয়ে গত দুই মাস আগে শহরের ভেদভেদী এলাকার উক্ত ভিকটিমের বাসায় গিয়ে কিশোরীর মা-কে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। কিশোরীর পরিবার প্রস্তাবনায় রাজি না হওয়ায় ওই যুবক কৌশলে কিশোরীর মোবাইল নাম্বার সংগ্রহ করে। গতকাল ভালবাসা দিবসের দিনে বিকেলের দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে ডেকে নিয়ে শহরের আবাসিক হোটেল ড্রিমল্যান্ডের ১১৭ নাম্বার রুমে নিয়ে জোরপূর্বক সম্পর্ক করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত আবু সুফিয়ান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে প্রেরণ করে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত পুলিশের কাছে উক্ত বিষয়টি সন্দেহজনক হওয়ায় কোতয়ালী থানা পুলিশ সদর হাসপাতাল থেকে অপরাধীকে আটক করে।

চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের স্বজনরা জানান, মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গতকাল রাত বারোটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। নির্মম এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ওসি মো সাহেদ উদ্দিন বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়