Apan Desh | আপন দেশ

ডেভিল হান্টে নোয়াখালীতে ছয় দিনে ৬৫ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্টে নোয়াখালীতে ছয় দিনে ৬৫ জন গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছয় দিনে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২) ছাত্রলীগের কর্মি আব্দুর রহিম (২৪), হাতিয়া থানার আওয়ামী লীগের সদস্য মো. সোহেল (৩৫) হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫) বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলার যুবলীগের সদস্য ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫) ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সুধারাম থানা থেকে ২ জন, হাতিয়া থানা থেকে ২ জন, চাটখিল থানা থেকে ১ জন, বেগমগঞ্জ থানা থেকে ১ জন, কবিরহাট থানা থেকে ১ জন ও সেনবাগ থানা থেকে ২ জন গ্রেফতার হন।

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের যৌথ দল কাজ করছে। মোহাম্মদ ইব্রাহীম আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়