
ছবি: আপন দেশ
পাবনার সাঁথিয়ায় সুজল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় তারা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বরপ নামক স্থানে পুকুর থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজল উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহাক আলী প্রামানিকের ছেলে।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সুজল সম্প্রতি প্রায় ১ লক্াখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে কে বা কারা ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে না। পরেরদিন শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে ।
ওসি আরও বলেন, আমরা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।