Apan Desh | আপন দেশ

ডেভিল হান্টে কুড়িগ্রামে ১৭ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্টে কুড়িগ্রামে ১৭ জন গ্রেফতার

ছবি: আপন দেশ

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে ‌‘অপারেশন ডেভিল হান্ট’। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা  হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. রফিকুল ইসলাম (৩৮), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডলার (৫৮), রাজারহাট নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. শফিকুল ইসলাম প্রামানিক (৪৮), ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র রায় (৪০), সদর আওয়ামী  লীগ সমর্থক মো. আঃ রহমান (৫৪), মো. শামীম সরকার (২৭), রৌমারী ২নং শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ কফিল উদ্দিন (৬৭), ৪নং রৌমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া (৪৩), চর রাজিবপুর ১নং চর রাজিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৩৭), চিলমারী রানীগঞ্জ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস (৪৫), কচাকাটা বল্লবের খাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (৫৪), ভূরুঙ্গামারী বঙ্গ সোনাহাট ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুলতান মিয়া (৩৮), ভূরুঙ্গামারী ২নং শিলখুড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাল উদ্দিন (৪০), ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি শ্রী রাজেস প্রসাদ (২৯), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান বাবুল (৪৫), উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা (২৪) ও উলিপুর দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক মো. নুর জামাল (৪৭) সহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি মো. বজলার রহমান বলেন, এই অভিযান পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়