
ফাইল ছবি
দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম মনসহ (৪২) আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনজনকে গ্রেফতার করা হয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
অপর দুই গ্রেফতারকৃতরা হলেন আবু হানিফ (৫৫) ও ইয়াকুব আলী (৪৬)। এদের মধ্যে আবু হানিফ দেবীগঞ্জের দেবীডুবা কৃষকলীগের সভাপতি ও তিনি আফাজ উদ্দিনের ছেলে ও ইয়াকুব আলী দন্ডপাল ইউনিয়নের ওয়ার্ড ইউনিয়ন সভাপতি। মঞ্জুরুল ইসলাম মনু উপজেলা সদরের নতুন বন্দর গ্রামের মকসেদ আলীর ছেলে।
সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম মনুর মামলা সম্পর্কে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে গত ৪ আগস্টে রবিউল ইসলাম রুবেল সাধারণ ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নিতে দেবীগঞ্জে আসার জন্য রওনা দেন। করতোয়া সেতুর পশ্চিম পাড়ের সড়কে উপস্থিত হওয়ার পর দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে রুবেলের ওপর হামলা করা হয়। এতে তার বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
পরে পথচারীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় রবিউল ইসলাম রুবেল বাদী হয়ে ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা করেছিলেন। রবিউল ইসলাম উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের হাকিমপুর মৌমারী এলাকার বাসিন্দা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা রাতে বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযান চালানো হলে তিনজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মনজুরুল ইসলাম মনুকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায়, আবু হানিফ ও ইয়াকুব আলীকে নির্বাচনী সহিংসতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যকে কারাগারে প্রেরণ করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।