
অনুপম কুমার ঘোষ।
সাতক্ষীরায় এক পুলিশ সদস্য গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (৩০)। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগিয়া গ্রামের আশিষ কুমার ঘোষের ছেলে। অনুপম সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
জানা যায়, অনুপম কুমার ঘোষ ডিউটি শেষ করে বাসায় ফিরে তার স্ত্রী দ্বিপ ঘোষকে ঘরের বাইরে বের করে দিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন। স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে দেখেন তিনি মৃত অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন।
অনুপমের পিতা জানান, তার ছেলে ২০১৮ সালে পুলিশে যোগদান করেছিলেন। তিনি কখনোই টাকা-পয়সা নেননি। তিনি নিজেই ইজিবাইক চালিয়ে সংসার চালান।
সাতক্ষীরা পুলিশ লাইনের ডিআইওয়ান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।