
গ্যাস পাম্প চালুর দাবিতে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ গ্যাস পাম্প চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি-হুইলার অটোরিকশা চালকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দাশুরিয়া নতুন ট্রাফিক মোড়ে আকিজ গ্যাস পাম্পের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মাস ধরে পাম্প থেকে গ্যাস না পাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন গাড়ি চালকরা। অন্য পাম্প থেকে দীর্ঘ সময় অপেক্ষা করে গ্যাস নয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।
সময়মতো গ্যাস না পওয়ায় গাড়ি চালাতে না পেরে তাদের আয় কমে গেছে। তাই অবিলম্বে গ্যাস পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
এ সময় বক্তব্য দেন, অটোরিকশা চালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুসসহ অনেকে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।