Apan Desh | আপন দেশ

দেশ পুণর্গঠনের সময় এসেছে: তারেক রহমান

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশ পুণর্গঠনের সময় এসেছে: তারেক রহমান

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গড়ে তোলার সময় এসেছে। আগামীতে কারা দেশের নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বথা বলেন তিনি।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, পতিত সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিরোধী দলকে দমনপীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে  শেখ হাসিনা। কাউকে ভোট দিতে দেয়নি। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুণর্গঠন করতে চান বলে মন্তব্য করেন তারেক রহমান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেশকে পুণর্গঠনে ঝাপিয়ে পড়ার। কিছুতেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়