
সেলিমুজ্জামান সেলিম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বিএনপির প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে সব সময়ে টিকিয়ে রেখেছেন।
দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের অগ্রনীয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন বলেন, বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজি হননি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রী কলেজ মাঠে রাজপাট ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।
বিএনপি এ নেতা বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া ৫টি করে আসনে নির্বাচন করে সবকটিতেই নির্বাচিত হয়েছিলেন। সবশেষ ২০০৮ সালে ফখরুল-মঈনুদ্দিনের পাতানো নির্বাচনে তিনি ৩টি আসনে নির্বাচন করে ৩টিতেই জয়লাভ করেছিলেন।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, ২০১১ সালে এ ইউনিয়নে আমি মিটিং করতে এসে ছিলাম। কিন্তু তখনকার আওয়ামী নেতারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। সে কারণেই সেদিন আমরা মিটিং না করে চোরের মত পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজ আমরা বীরের বেশে রাজপাট ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা করছি। আজকের অনেক নেতারা সেদিন উপস্থিত ছিলেন বলেও জানান তিনি
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, জেলা কমিটির নির্বাহী সদস্য অ্যাড. এম এ আলম সেলিম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা।
সাধারণ সম্পাদক শেখ মো:সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান, রাজপাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন পান্নু, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলীউজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল ও উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
এর আগে বিকেল ৩টায় মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সেলিমুজ্জামান সেলিম।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।