Apan Desh | আপন দেশ

বিএনপি নেতার ভাতিজাকে কোপালো শ্রমিকলীগ নেতার ভাতিজা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি নেতার ভাতিজাকে কোপালো শ্রমিকলীগ নেতার ভাতিজা

পিয়াল মাতুব্বর

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহিন মাতুব্বরের আপন ভাতিজা পিয়াল মাতুব্বরকে (২৫) কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সালথা বাজারে এ ঘটনা ঘটে। অভযুক্ত হলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর আপন ভাতিজা মো. বাহার চৌধুরী।

এদিকে, ঘটনার পরে উত্তেজিত জনতা ওই শ্রমিকলীগ নেতার বাড়ি ও তার ভাই লুলু চৌধুরীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টুটু চৌধুরীর সঙ্গে শাহিন মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জেরে টুটু চৌধুরী তার ফেসবুকে শাহিন মাতুব্বর ও তার ভাই সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে। রোববার দুপুরে ওই বিএনপি নেতার ভাতিজা পিয়াল তাদের ওয়াল্টন শোরুমে বেচাকেনা করছিলেন। 

এ সময় অভিযুক্ত বাহার একটি কোদাল হাতে নিয়ে এসে পিয়ালকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই ঘটনায় উত্তেজিত জনতা টুটু চৌধুরীর বাড়ি ও তার ভাএয়র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

বিএনপি নেতা শাহিন মাতুব্বর বলেন, এলাকায় ত্রাস সৃষ্টি করতে প্রায়ই টুটু চৌধুরী ও তার ভাই-ভাতিজারা নিরীহ মানুষকে ধরে মারধর করে। টুটুর শেল্টারে তারা অপকর্ম করে বেড়ায়। এদিন দুপুরে আমার ভাতিজা পিয়াল দোকানে কাজ করছিল। এ সময় টুটুর নির্দেশে বাহার আমার ভাতিজাকে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে জানতে টুটু চৌধুরী ও তার ভাতিজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তারা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়