
রাঙ্গামাটিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
রাঙ্গামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামটি ডিপ্লোমা ইন্সটিটিউট মিলানায়তনে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান রোমান।
সদস্য সচিব হাসান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি, ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি হোসেন মল্লিক, জেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক বিপিন চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন ও এস এম বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে। জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এখনও তাদের দোসরা আশেপাশে আছে। তাদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।