Apan Desh | আপন দেশ

মামলার আসামিসহ ১৩ জুয়াড়ি আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মামলার আসামিসহ ১৩ জুয়াড়ি আটক

পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মামলার আসামিসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভজনপুর বামন পাড়া এলাকা থেকে জুয়ার আসর থেকে ওই জুয়াড়িদের আটক করা হয়। এ সময় নগদ ২৪ হাজার ১শ টাকা, তিন সেট তাস, পাঁচটি প্লাস্টিকের বস্তা ও একটি নীল রঙের ত্রিপল জব্দ করা হয়।

আটক জুয়াড়িরা হলেন, গনাগছ এলাকার আ. রহিমের ছেলে বানারুল ইসলাম, মানিক ডোবা গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাকিমুল ইসলাম, কাউরগছ এলাকার মৃত সরম উদ্দিনের ছেলে সাদিক আলী, সফিকুল হকের ছেলে রবিউল ইসলাম, বুড়াবুড়ি কাটাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আ. সোবহান, দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে বিপুল ইসলাম, গোলাব্দীগছ এলাকার নজিবুল ইসলামের ছেলে মো.কালাম, ভজনপুর ফকিরপাড়ার তমিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম, গাছবাড়ী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান, তুলারডাঙ্গা এলাকার মৃতআইয়ুব আলীর ছেলে জহিরুল ইসলাম, টুনিরহাট তালমা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুর রশিদ এবং বোদা থানার ধামেরঘাট ডাঙ্গাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলাম।

অপরদিকে, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রোববার রাতে তোফাজ্জল হোসেন তোফা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জল উপজেলার ভজনপুরের বোয়ালমারী এলাকার চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত বছর ১৮ সেপ্টেম্বর একটি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে তোফাজ্জল হোসেন তোফা নামের একজন ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। তোফার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা ছিল। আর জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়