
ছবি: আপন দেশ
পাবনায় একশ’ প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্ট্রের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এ হুইল চেয়ার বিতরণ করেন তিনি।
এবি ট্রাস্ট্রের ব্যবস্থাপনায় ও কাতার চ্যারিটেবলের সহযোগিতায় প্রতিবন্ধী বাস, ট্রাক, রিকশা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যেদের মধ্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বক্তব্য দেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।