Apan Desh | আপন দেশ

‘তিস্তার পানি দেয়না, আবার দেশের শত্রুকে রাজার হালে রেখেছে ভারত’

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

‘তিস্তার পানি দেয়না, আবার দেশের শত্রুকে রাজার হালে রেখেছে ভারত’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারত একদিকে পানি দেয় না, আপরদিকে আমাদের যে শত্রুকে দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। ওখান থেকে তিনি বিভিন্ন রকম হুকুম জারি করেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 তিনি আরও বলেন, বাংলাদেশ বিক্রি করেও ভারতে কাছ থেকে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রতিবেশী দেশ ভারতের দাদাগিরি বন্ধের আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বন্ধু ভাবলে তিস্তার পানির ন্যায্যা হিস্যা দিতে হবে। বাঁচামরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু।

আরও পড়ুন<<>>তিস্তা নিয়ে প্রতারণা করে আসছে ভারত: আলাল

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকারের সময় সবাই ভেবেছিলো- ভারতের বন্ধু আওয়ামী লীগ। এবার বোধে হয় তিস্তার পানি পেয়ে যাবে। কিন্তু লবডঙ্কা, কিছুই হলো না। বরং ১৫ বছরে দেশটাকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারে নাই।

কেবল তিস্তা নয়, ভারত থেকে আমাদের দেশে আসা ৫৪টি নদীর সবগুলোর উজানে তারা বাঁধ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। 

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান মির্জা ফখরুল।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়