Apan Desh | আপন দেশ

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

ছবি: সংগৃহীত

ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় পিকআপচালক পালিয়ে গেছেন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়