Apan Desh | আপন দেশ

জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ, যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ, যুবলীগ নেতা গ্রেফতার

ছবি : আপন দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় সংগীতকে ব্যাঙ্গ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তি করায় যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো, আলম মিয়া। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও  ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন<<>>মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত আলম মিয়া। গ্রেফতারকৃত আলম মিয়াকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নেৌয় উস্কানি ও কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেয়া হয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়