
ছবি : আপন দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রিয়ারী) রাতে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতংকিত হয়ে পড়ে।
হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগে থেকে সিন্ধান্ত ছিলো জুম চাষের জন্য পুরো পাহাড়ে ১৭ ফেব্রুয়ারী একযোগে আগুন লাগানো হবে। তবে বিষয়টি ভাল ভাবে নেয়নি আগত পর্যটক ও স্থানীয়রা।
পর্যটকরা বলছেন, আগুন এমন ভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সন্মুখীন হতো অসংখ্য পর্যটক। শুধু তাই নয় এ আগুন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে। তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে জানান তারা।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) বলেন, পাহাড়ে আগুন দেয়ার বিষয়ে তারা আগে সিন্ধান্ত নিয়েছিলো। অগ্নিকান্ডের ঘটনা এড়াতে তাদের প্রস্তুতি ছিলো বলে জানান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে।
ইউএনও আরও বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।