Apan Desh | আপন দেশ

পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে: আমির খসরু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে: আমির খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পানির অভাবে বাংলাদেশে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে। ১৫ লাখ টন চাল বেশি উৎপাদন হলে এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতো।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা বাঁচাও আন্দোলনে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আর্ন্তজাতিকভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি।  সবার দাবি পানিবন্টনের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফল আমাদের এখানে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জনগণ বাড়ি-ঘর ফেলে চলে যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোনের ডাক দিয়েছে, তা বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এর বহিঃপ্রকাশ এ আন্দোলনের মাধ্যমে ঘটেছে। পানি যতদিন না আসবে, এ আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কোনো কিছু বাস্তবায়ন করতে হলে দেশের মানুষের জনসমর্থন ছাড়া সম্ভব না। বিএনপি এটার সমাধান কল্পে এ আন্দোলন শুরু করেছে। এটার ধারাবাহিকতা থাকবে। আজকে আমরা জনসমর্থন গড়ে তুলতে সক্ষম হয়েছি। এটা আমাদের আগামী দিনের কাজে বড় ধরনের সহায়ক হবে।

এ সময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়