Apan Desh | আপন দেশ

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

ছবি: আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ  চত্ত্বর থেকে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলের নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। একই সময়ে শহরের চারটি প্রবেশ পথ দিয়ে পৃথক বিক্ষোভ মিছিল শেষে কলেজ মাঠে  সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর  মুহাদ্দিস রবিউল বাশার। 

এছাড়া আরও বক্তব্য দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান,  প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি আল মামুন, জেলা শিবির সভাপতি ইমামুল হোসেন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কলারোয়া আমীর মাওলানা কামরুজ্জামান, তালা আমীর মাওলানা মফিদুল্লাহ, আশাশুনি আমীর তারিকুজ্জামান তুশার, দেবহাটা আমীর মাওলানা অলিউল ইসলাম, কালিগঞ্জ আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও শ্যামনগর আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ। 

এ সময় বক্তারা দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান। সমাবেশে লক্ষাধিক জামায়াত-শিবির কর্মী অংশ নেয়। 

সমাবেশে প্রধান অতিথি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সালে তিনি জামিনে মুক্তি পেলেও পুনরায় তাকে গ্রেফতার করা হয়। জামায়াতে ইসলামীর রক্তের ওপরে দাঁড়িয়ে  স্বাধীনতা পেয়েছি। দুঃখের সঙ্গে জানাতে হয় সে দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেয়া হয়নি। 

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রম সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। এ টি এম আজহারুল ইসলামকে যদি মুক্তি না দেয়া হয়, তাহলে রাজপথে মিছিল অব্যাহত থাকবে। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেয়া ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার  জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়