Apan Desh | আপন দেশ

সংস্কার না করে নির্বাচন হলে জনগণ মানবে না: এটিএম মাসুম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কার না করে নির্বাচন হলে জনগণ মানবে না: এটিএম মাসুম

মাওলানা এটিএম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন,সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে কোনো নির্বাচন হলে, তা জনগণ মেনে নেবে না। 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়াজনীয় সংস্কার করে একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সম্মানে বিদায় নিবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জেলা জামায়াতে ইসলামী এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।  

এটিএম মাসুম বলেন, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে যুদ্ধাপরাধের ফরমায়েশি রায় ঘোষণা করে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে। বিচারের নামে প্রহসন করে এ দেশের ইসালামী আন্দোলনের নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আশপাশে যারা আছে,তারা ড. ইউনুছ সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমি মনে করি। আজকে বাধ্য হয়ে সারা দেশে আমাদের দাবি আদায়ের জন্য গণমিছিলের ডাক দিয়েছি। অন্তর্বর্তী সরকার বলেছে, স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার করবে। এখন পর্যন্ত করছেন না কেন? কারা আপনাদের বাধা দিচ্ছে, সেটা আপনারা বলুন জাতির কাছে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো।  অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্ত করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে,আওয়ামী লীগ চলবে,বিভিন্ন রাজনৈতিক দল চলবে, কুরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামায়াতে ইসলামী করা হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আপনারা এখনও ঠেকিয়ে রেখেছেন। তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে। আপনারা এসব ভূত বের করুন। জাতির ঘাড় থেকে আপনারা স্বৈরারের ভূত দূর করুন। না হলে দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে এটিএম মাসুম বলেন,দেশের কারাগার, আইনাঙ্গন দিল্লির সরকার নিয়ন্ত্রণ করত। সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,জজকোর্ট এদেশর মানুষের অধিকার রক্ষার জন্য ভূমিকা পালন করেনি। ভারতের মর্জি অনুযায়ী তারা বিচারকার্য পরিচালনা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিলনা, তারা মিথ্যা মামলা রচনা করেছে।  

জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো.ইসমাইল হোসেন মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, শহর আমির মাওলানা মো.ইউসুফ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়