Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন গ্রেফতার

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন গ্রেফতার

ছবি : আপন দেশ

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে যশোরের সদর উপজেলার ‘শ্যামলছায়া পার্ক’ থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে, ‘শ্যামলছায়া পার্কে’ সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা পার্কটির প্রধান ফটক ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন ও তার শ্যালক জাকির হোসেন একটি পার্কে অবস্থান করছেন জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা তাদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেন।

ওসি আরও জানান, যৌথ বাহিনী হেফাজতে নেয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়