Apan Desh | আপন দেশ

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

ছবি: আপন দেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকৃতরা হলেন, মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ), মো. সাবের), মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোরে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা যৌথ অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা ইঞ্জিনচালিত একটি ট্রলার দেখে সন্দেহ হলে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় কোস্টগার্ড ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়।

পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তার মধ্যে থেকে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়। এছাড়া সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়