Apan Desh | আপন দেশ

‘মন্দিরভিত্তিক শিশু-গণশিক্ষা প্রকল্প চালু করেছিল বিএনপি সরকার’

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘মন্দিরভিত্তিক শিশু-গণশিক্ষা প্রকল্প চালু করেছিল বিএনপি সরকার’

ছবি: আপন দেশ

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বিএনপি সরকার চালু করেছিল বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পাবনা-সিরাজগঞ্জ-বগুড়ার ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পাবনা পৌর সদরের শালগাড়িয়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা আরও বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মের অনুসারীদের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন৷ মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগ নিয়েছিল বেগম খালেদা জিয়ার সরকার। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় রোজা ও পূজা একসঙ্গে হয়েছে। কখনও দাঙ্গা-হাঙ্গামা হয়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও হিন্দু ট্রাস্টির পাবনা প্রতিনিধি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দীপঙ্কর সরকার জিতু, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আদনান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি শুভ মজুমদার প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন প্রকল্পের পাবনার সহকারী পরিচালক নিরুপম ধর। অনুষ্ঠান শেষে পাঁচজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক এবং অন্যান্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়