
চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেয়া হয়
চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিড়িক পড়েছে। অনিয়ম ও অবমূল্যায়নের অভিযোগে ২১৩ জনের এ কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন ১৬০ জন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির একাংশ।
এর আগে বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেয়া হয়েছে তা আমাদের মনঃপুত হয়নি। রাজপথে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে এ কমিটিতে তাদেরও প্রাধান্য দেয়া হয়নি। তাই বিতর্কিত এ কমিটিকে আমরা বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করলাম।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে এ কমিটি সম্পূর্ণ তাদের বিরুদ্ধে অবস্থান করেছে। এ কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলা পর্যায়ে কোন্দলের সৃষ্টি হয়। প্রকাশিত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করায় কমিটি থেকে ১৬০ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী অনেকেই জানতেন না এ কমিটিতে কিভাবে তাদের নাম এসেছে। বয়কট বিবেচনা করে এখন নতুন কমিটি দিলেই হবে না। এর জন্য কেন্দ্রকে আমাদের কাছে এ কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।
কমিটিকে বাতিল করে নতুন কমিটির দেয়ার দাবিতে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি সাকিব হোসাইন, সাগর হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে সম্মুখসারীর কয়েকজন শিক্ষার্থী।
উল্লেখ্য, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।