Apan Desh | আপন দেশ

রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

প্রকাশ চাকমা

রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  বিকেলে শহরের একটি রিসোর্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নেতা হলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দোস্ত মোহাম্মদ বলেন, আপনারা সদর থানায় খবর নেন, ওখানে মনে হয় আছে। আমি আজ অসুস্থ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়