Apan Desh | আপন দেশ

বাংলাদেশী ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশী ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

সাগর থেকে মাছ ধরে কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে ঘাটে ফেরার পথে বাংলাদেশী ১৯ জেলেসহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে কায়ুকখারী ঘাটের মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটে সাধারণ সম্পাদক আবদুর গফুর জানিয়েছেন, শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের দুই ট্রলারসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশী ট্রলারগুলো মায়ানমার জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি চারটি ট্রলারসহ ১৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। জেলেদের ফেরত আনার বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা মিয়ানমারের জলসীমায় গেলে ১৯ জেলে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়