Apan Desh | আপন দেশ

গৃহবধূ হত্যা: প্রথম স্ত্রীসহ পলাতক স্বামী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

গৃহবধূ হত্যা: প্রথম স্ত্রীসহ পলাতক স্বামী গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজশাহী মহানগরীতে গৃহবধূকে শয়নকক্ষে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্লুলেস হত্যামামলার প্রধান আসামি আলমগীর হোসেন রয়েল ও তার প্রথম স্ত্রী মোসা. সেলিনাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন রয়েল (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার সঙ্গে আটক হওয়া সেলিনা (৪৫) রয়েলের প্রথম স্ত্রী।

র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রয়েল প্রায় দুই বছর আগে মোসা. হেলেনা (৩৫)-কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হেলেনার এক প্রতিবেশী তার মাকে ফোন করে জানান, তার মেয়ে মারা গেছেন। পরে হেলেনার মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে পুড়ে তার মেয়ে নিথর হয়ে পড়ে আছেন।

র‍্যাব জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা কেউ হেলেনাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারিত হয়।

এ নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে তদন্তে নামে র‍্যাব। হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহভাজন আসামিরা আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে।

পরে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে এবং অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়