
ছবি : আপন দেশ
পঞ্চগড়ের সীমান্তে বিজিবির অভিযানে দুইটি ভারতীয় গরু আটক করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরের দিকে জেলার সদর থানার ধোপাপাড়ার ৭৪৫/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন গরু দুইটি আটক করা হয়। গরু দুইটির দাম লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার দুপুরে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ৫৬ বিজিবির অধীনস্থ ভিতরগড় বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. আব্দুল বারেক শেখ এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৫/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার সদর থানার অন্তর্গত মডেল হাটের ধোপাপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত দুইটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার বাজার মূল্য এক লাখ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।