
ছবি : আপন দেশ
রাসূল (স:) নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসাল গালিবকে গ্রেফতার ও র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) জুম্মার নামাজ শেষে তৌহিদী জনতা রাঙামাটি ফিসারী ঘাট জামে মসজিদ এবং ফরেষ্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে কলেমা কচিত সাদা-কাল পতাকা এবং ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায় জনতা। মিছিলটি শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে প্রতিবাদ সভা করে।
সভায় বক্তারা বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কি ভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে। অভিলম্বে এ দুইজন সেকুলারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদন্ড দিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন বক্তারা।
সভার পর মুসলিম উম্মার উন্নয়ন এবং শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।