Apan Desh | আপন দেশ

দলীয় নির্দেশ অমান্য করে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

দলীয় নির্দেশ অমান্য করে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

বজলুল করিম চৌধুরী আবেদ

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীতে বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের স্লোগানে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়েছে। কবিহাট উপজেলা থেকে জেলা শহর মাইজদী বাজার পর্যন্ত এ শোডাউন দেয়া হয়। ব্যক্তি স্লোগানে শোডাউনের এমন একটি লাইভ ফেসবুকে ছড়িয়ে পড়লে তৃণমূল নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশের পূর্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে রাস্তায় যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবদল নেতা জানান, বিএনপি নেতা আবেদকে ৫ আগস্ট পরবর্তী সময়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলের সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। বুধবার বিকেলে মাইজদীর জেলা জজকোর্ট সড়কে জেলা বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। আবেদের নির্দেশে ওই সমাবেশের পূর্বে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে তার অনুসারীরা শোডাউন দেয়। এ সময় তার সর্মথকদের শুধু আবেদের নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এর আগে, গত ৯ অক্টোবরসহ বজলুল করিম চৌধুরী আবেদের বিরুদ্ধে তার অনুসারীদের নিয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মোটরসাইকেলে শোডাউন করার অভিযোগ উঠেছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় নোয়াখালীর একাধিক নেতাকে শোকজ ও বহিষ্কার করা হয়। তবুও নোয়াখালীতে বিএনপি নেতাদের থামছে না মোটরসাইকেল শোডাউন কালচার।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয়-এমন কোনো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো প্রকার বিলবোর্ড টানানো এবং নেতাদের শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৮ সেপ্টেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এ-সংক্রান্ত এক নির্দেশনা দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপির একাধীক কর্মী বলেন, পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে মোটরসাইকেল শোডাউনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় একজন নেতা এ ধরনের কাজ কীভাবে করেন? আজকের এ শোডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমাদের দলের সুনাম নষ্ট হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে বজলুল করিম চৌধুরী আবেদের মুঠোফোনে একাধিক ফোন দেয়া হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দলের হাইকমান্ড থেকে মোটরসাইকেল শোডাউনের বিষয়ে দেয়া নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ওই বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউনের বিষয়টি প্রথম আমি গণমাধ্যমকর্মীর থেকে জানতে পারি। এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়