Apan Desh | আপন দেশ

স্বামীর বন্ধু-সহযোগিদের দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

স্বামীর বন্ধু-সহযোগিদের দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে স্বামীর বন্ধু ও তার সহযোগিদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২২)। তার বাড়ি মাদারীপুরের শিবচরে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা নদীর ডোমরাখালী চরে এ ঘটনা ঘটে। পদ্মা সেতু (উত্তর) থানার ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন। 

এছাড়া জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দলবদ্ধ ধর্ষণের ঘটনার পরের দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভিকটিম তার স্বামীকে সঙ্গে নিয়ে চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ সরজমিনে গিয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মামলা রেকর্ডভুক্ত করে।

ওই ঘটনায় অভিযুক্ত আসামি মো. জামাল মোল্লাকে (২৩) প্রথমে এবং ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখকে (১৮) পরে গ্রেফতার করে আদালতে পাঠান হয়। পরে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে। ওই ঘটনায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক নামে একজন পলাতক রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভিকটিম পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি উত্তর চর জানাজাতে যাওয়ার উদ্দেশে ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার স্বামীর পূর্বপরিচিত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা ঘাট এলাকায় আসেন। তারা ওই নারীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তাদের পরিচালিত ট্রলারে উঠায়। পথিমধ্যে অপর দুই অভিযুক্ত ইয়ামিন মুন্সী (১৯) এবং জব্বার শেখ (১৮) ট্রলারে ওঠে। পরে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জনশূন্য ডোমরাখালী চরে নিয়ে অভিযুক্ত চারজন দলবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে অভিযুক্তরা রাত ৯টার দিকে মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভিকটিমকে ট্রলার থেকে নামিয়ে দেয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ২টি স্মার্টফোন জব্দ করা হয় এবং পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক ল্যাবে প্রেরণ করা হয়। ঘটনায় ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়। মামলার তদন্ত কার্যক্রম ও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়