Apan Desh | আপন দেশ

বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: আপন দেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চাচার বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহত যুবকরা মোটরসাইকেলযোগে নরসিংদী সদরের দিকে যাচ্ছিলেন। উপজেলার মরজাল ইউনিয়নের চাচার বাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়লে নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. নুরুল হক জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ওই যুবকদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়