Apan Desh | আপন দেশ

যে কারণে নিজের শিশুসন্তানকে হত্যা করল বাবা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে নিজের শিশুসন্তানকে হত্যা করল বাবা

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে নিজের ১৬ মাস বয়সী শিশুসন্তান আব্দুল্লাহ ওরফে রাফসানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন, ক্বারি আবু নাঈম ওরফে নাঈম হুজুর (৪৫)। তিনি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ক্বারি আবু নাঈম ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। নিহত রাফসান আবু নাঈমের তৃতীয় সন্তান।

ওই শিশুর মা শাহিদা আকতার জানান,জন্মের পর থেকেই  রাফসানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছিল না তার স্বামী। এ নিয়ে তাদের সাংসারিক জীবনে ঝামেলা চলছিল। শনিবার সকাল ৯টার দিকে শিশু রাফসানকে চিকিৎসার জন্য কুমিল্লা জেলা শহরে নিয়ে যেতে চায় তার বাবা নাঈম। তখন শাহিদা আকতার তাদের সঙ্গে যেতে চাইলে বাধা দেন তার স্বামী। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হওয়ায় তার বড় ছেলে আনাসকে (১২) পাঠায় সফর সঙ্গী হিসেবে। 

কিছু সময় পর তার বড় ছেলে একা বাড়ি চলে আসে। বাড়ি ফিরে সে জানায়, তার বাবা তাকে মুরাদনগর সদরের বাজারে রেখে ছোট ভাইকে নিয়ে কুমিল্লা গেছে। পরে দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় রাফসানকে নিয়ে বাড়ি ফিরে তার স্বামী। সে জানায় কুমিল্লা শহরে যাবার পথে কংশনগর এলাকায় গাড়ির ভিতরেই অসুস্থতার কারণে শিশু রাফসানের মৃত্যু হয়েছে। 

তবে মা শাহিদা আক্তারের দাবি, দীর্ঘদিন ধরে তার স্বামী হুমকি দিয়ে আসছিল সন্তানটিকে মেরে ফেলার। অসুস্থতা জনিত কারণে নয়, তার স্বামী শিশু রাফসানকে গলাটিপে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, শিশু রফসানের জন্মের পর থেকে স্ত্রীর পরকীয়া সন্দেহে তার স্বামী বহুবার সালিশি বৈঠক ডেকেছে। প্রতিটি সালিশেই শিশু সন্তান রাফসানকে মেরে ফেলার হুমকি দিতো তার বাবা নাইম। তবে সালিশে স্ত্রীর পরকীয়ার কোনো প্রমাণ দিতে পারেনি অভিযুক্ত আবু নাঈম। হয়তো তার স্ত্রীর সেই পরকীয়া সন্দেহের জেরেই শিশু রফসানকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা নাঈম মিয়াকে আটক করা হয়েছে। শিশু রাফসানের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়