Apan Desh | আপন দেশ

অটোরিকশা থেকে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

অটোরিকশা থেকে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন উপজেলায় স্বামীর কাছে ফেরার পথে অটোরিকশা থেকে তুলে নিয়ে এক নারী গার্মেন্টসকর্মীকে (২৯) দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। 

এ ঘটনায় ভিকটিম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করেন। পরে এদিন রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে গ্রেফতার আসামি।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার গার্মেন্টসকর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন ওই নারী। পথিমধ্যে বালুচর এলাকার ডিসি প্রজেক্টেরের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে তুলে নিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।

শুক্রবার ওই নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, গ্রেফতার আসামিকে দুপুরে আদালতে তোলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়