Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ মিছিল

কবিরহাটে জেএসডির বিক্ষোভ মিছিল

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলা উদ্দিন প্রমুখ।  

সমাবেশে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের শাসনামলের গুম,খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা এ দেশকে পরাধীন করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। ছাত্ররা দেশকে পরাধীনতা থেকে রক্ষা করেছে। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার আমাদের আদর্শ। নির্বাচন কখন হবে জানিনা। তবে যখনই হোক, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবেনা।

আপন দেশ/এমএস    
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়