Apan Desh | আপন দেশ

টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ

রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এছাড়া আহত হয় আরও ৭/৮জন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুপক্ষের মধ্যে টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল রফিক মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় অবস্থান নেয়। ফলে ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছ থেকে শুনেছি, রফিক মেম্বারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, সংঘর্ষে রফিক মেম্বার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়