Apan Desh | আপন দেশ

ভারত থেকে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারত থেকে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি। 

আটক যুবকের নাম সুমন রায় (২৬)। তিনি ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরাতন বাজারের সীমান্ত প্রবাহিত মহানন্দা নদী পার হয়ে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, মহানন্দা নদী পার হয়ে সুমন রায় বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় পাথর শ্রমিকরা বিজিবিকে খবর দেন। পরে খবর পেয়ে বিজিবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে। তবে ওই যুবক জানায়, দালাল চক্রের মাধ্যমে গত নভেম্বরে সে ভারতে গিয়েছিল। আবার দালালের মাধ্যমে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। 

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, বিনা পাসপোর্টে অবৈধভাবে গত নভেম্বরে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। সুমনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির জানান, বিজিবি এক বাংলাদেশী যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়