Apan Desh | আপন দেশ

প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ছবি : আপন দেশ

ময়মনসিংহের ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী বেপরোয়া দ্রুতগতির একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হন। এতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিকশার চালক শরিফুল ইসলাম ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশা ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী  দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় প্রইভেটকার রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়