
সোহেল মাহমুদ মন্টু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পেঁয়াজ ক্ষেতে ওষুধ দেয়ার সময় স্থানীয়রা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম সোহেল মাহমুদ মন্টু। তিনি উপজেলার সদর ইউনিয়নের দুর্গাবতী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। মন্টু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোহেল মাহমুদ মন্টু আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রয়েছে। সোমবার দুপুরে পেঁয়াজ ক্ষেতে ওষুধ দেয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, স্থানীয়রা সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।