Apan Desh | আপন দেশ

ভয়াবহ আগুনে সাজেকে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভয়াবহ আগুনে সাজেকে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি

আগুনে ধ্বংসস্তুপে পরিণত সাজেক পর্যটন কেন্দ্র

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডেরর ঘটনায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এ পর্যটন কেন্দ্রটি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি বলে জানান হোটেল-মোটেল মালিকরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪৫টি রিসোর্ট, ৪০ টি রেস্টুরেন্ট এবং ৬০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়ছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন<<>> সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুন, পুড়লো ১০ রিসোর্ট

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি ও দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করে।

সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মুক্তাকিম আহমেদ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়