Apan Desh | আপন দেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এদিন দুপুরে পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি বলে জানান গেছে।

আরও পড়ুন<<>>ভয়াবহ আগুনে সাজেকে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি

রিসোর্ট মালিকের তথ্য মতে, মেঘের রাজ্য সাজেকে ১২০টির মতো রিসোর্ট রয়েছে। যার মধ্যে সোমবার ভয়াবহ আগুনে ১৪০টি রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে যায়। 

জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের পর সর্বপ্রথম ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাবারের ব্যবস্থার কথা চিন্তা করেছি। যাদের বসতঘর পুড়ে গেছে প্রাথমিকভাবে তাদেরকে ২০ কেজি চাল ও ৭ হাজার টাকা দেয়া হয়েছে। 

যাদের রিসোর্ট এবং রেস্তোরাঁ পুড়ে গেছে তাদের ২০ হাজার টাকা করে সহায়তা পৌঁছে দিতে কাজ শুরু করেছি। এসব কাজ শেষে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত কিভাবে হলো তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়