
সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নারায়ণগঞ্জে তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুটি থানার হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
আদালত পুলিশের পরিদর্শক আরও বলেন, নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা তিনটি হত্যা ও বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে চার দিন করে তিন মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।