Apan Desh | আপন দেশ

ঘুষের টাকা ফেরত দিলেন নির্বাচন অফিসের কর্মচারি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ঘুষের টাকা ফেরত দিলেন নির্বাচন অফিসের কর্মচারি

ছবি: আপন দেশ

নোয়াখালী জেলা নির্বাচন অফিসের এক কর্মচারি ঘুষের টাকা ফেরত দিয়েছেন।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকের কাছ থেকে নেয়া ওই ঘুষের টাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.নওয়াবুল ইসলামের হস্তক্ষেপে ফেরত দেয়া হয়।  

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্রের অনলাইন ভেরিফাইডসহ যেকোনো সেবা নিতে গেলে সেবাগ্রহিতাদের কাছ থেকে অফিসের কিছু কর্মচারি অনৈতিকভাবে টাকা নেন। সত্যতা জানতে দৈনিক আমার সংবাদের নোয়াখালী প্রতিনিধি  ইমাম উদ্দিন আজাদ গত ১৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন অফিসে যান। সেখান গিয়ে নিজের এবং তার বন্ধুর জাতীয় পরিচয় পত্রের অনলাইন ভেরিফাইড কপি সংগ্রহের জন্য গেলে হিসাব সহকারি টবলু সূত্রধর ওই সাংবাদিকের কাছ থেকে টাকা নেন। 

বিষয়টি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াফুল ইসলামকে জানালে তিনি ঘুষের টাকা উদ্ধার করে দেন। পরবর্তীতে তার রুম  থেকে বের হয়ে দ্বিতীয় তলায় উঠছে জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিক আজাদকে থামিয়ে অকথ্য ভাষায় ভর্ৎসনা করেন।

অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ মহিউদ্দিন দীর্ঘদিন এ অফিসে কর্মরত থাকায় টাকা না পেলে সেবা প্রার্থীদের তুচ্ছতাচ্ছিল্য করে। সিন্ডিকেটের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে অনেক টাকার মালিক বনে যান। ইতিমধ্যে সে পৌরসভার হরিনারায়ণপুরে জায়গা কিনে যৌথভাবে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উচ্চমান সহকারী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সাংবাদিকের সঙ্গে আমার উচ্চ বাক্য বিনিময় হয়েছে। তিনি পাবলিকের দুটি সংশোধনী ও দুটি ভেরিফাইড কাজ নিয়ে আসে। পরে কাজ করে দিলে তিনি ভেরিফাইড কপি চান। এ সময় অফিসের কর্মচারিরা বলেছে, এগুলো কি আপনার।  তিনি তার নয় বললে তার টাকা রাখে। পরে তিনি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে জানালে তার নির্দেশে টাকা ফেরত দেওয়া হয়।      

যোগাযোগ করা হলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.নওয়াবুল ইসলাম বলেন, কথাবার্তা হয়েছে, আমি বিষয়টি দেখছি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়