
গ্রেফতার রাজীব-আলমগীর
রাজধানীর গাবতলী থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনার মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এদিকে, ওই ঘটনায় এ নিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গ্রেফতার দুজন হলেন, মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেন (৩৪) ও মো. রাজিব হোসেন (২১)।
পুলিশ সুপার জানান, পূর্বে গ্রেফতার তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আলমগীরকে নেত্রকোণার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪ হাজার ২শ ১০ টাকা এবং দুটি রুপার আংটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, লুট করা মোবাইল সেট, ব্যবহার করা ছুরি ও নারীদের গহনা রাজিবের কাছে রয়েছে।
আরও পড়ুন<<>>বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
তিনি আরও বলেন,আলমগীরের দেয়া তথ্যমতে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি থেকে রাজিবকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০টি মোবাইল সেটসহ, গহনা ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে ৭ দিন ও রাজিবকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গাবতলী থেকে রাজশাহীগামী বাসে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদের ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।