Apan Desh | আপন দেশ

পুলিশের গোপনাঙ্গে মেরে পালাল ধর্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের গোপনাঙ্গে মেরে পালাল ধর্ষক

ধর্ষক শাহনেওয়াজ আবির রাজু

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের এসআইয়ের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়েছে ধর্ষণ মামলার এক আসামি। এ ঘটনার পর অভিযান চালিয়ে হাতকড়া উদ্ধার করা হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। 

পলাতক আসামি হলেন, শাহনেওয়াজ আবির রাজু (৩০)। সে যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারির অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরেরগ্রামে তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। 

ওই ঘটনায় নির্যাতিতা স্কুলশিক্ষার্থীর পরিবার পুলিশে অভিযোগ দেয়। পরে সোমবার রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। সেখানে তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ সময় রাজু, তার মা এবং খালাতো বোন পুলিশের ওপর হামলা করে।

এসআই আউয়ালের হাতে কামড় দেয় এবং তার অন্ডকোষে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে। এছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) এবং খালাতো বোন রুনা আক্তারকে (২৩) আটক করে থানায় নেয়া হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও দেশিও রামদা উদ্ধার করে পুলিশ।

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) সকালে বলেন, একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায় ধর্ষণ মামলার আসামি। পরে অভিযানে হাতকড়া উদ্ধার হলেও আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়