
ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে শ্রেণিক্ষ পরিস্কারের নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের নির্বাহী অফিসার তার কার্যালয়ে ডেকে নেন। অভিযুক্তরা ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলাগাছে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর লাথি মেরে ভেঙ্গে ফেলার ভিডিও ভাইরাল হয়। এর পর থেকে ওই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়। পরে সোমবার অভিযুক্ত দুই শিক্ষার্থীকে শাস্তি স্বরূপ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিস্কার করার নির্দেশনা দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, কিছু না বুঝেই দুই শিক্ষার্থী লাথি মেরে শহীদ মিনার ভেঙ্গে নিজেদের ফেসবুকে ভিডিও পোস্ট করে বলে তাকে জানিয়েছে। এ কারণে শিক্ষার্থীরা অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে। তাদেরকে শাস্তি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন প্রতিষ্ঠানের সমস্ত শ্রেণিকক্ষ, পড়ার বেঞ্চ পরিস্কার করার নির্দেশনা বিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে। তাদের এ পরিস্কার কার্যক্রমে যতদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তুষ্ট না হবে, ততদিন তারা এ কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, ওই দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে তাদেরকে এ মানবিক শাস্তি আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, স্কুল প্রাঙ্গণে স্থায়ী কোনো শহীদ মিনার নেই। তাই প্রতি বছর কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।